কাল সকালে ভেড়াটার সাথে
সাক্ষাত হলো পথিকের
ওর রঙটা ছিল লাল
একেবারে লাল ঠিক নয়
কিছুটা লাল অার কিছুটা কটকটে।
.
সবুজ ঘাসে
মুখ ডু্বিয়ে একমনে এঁকেছিল
ক্ষুধার্ত পেটের ছবি
দেহের কঙ্কালগুলো ছিল
ধনুকের মত বাঁকা।
.
অাজ বেশ পরিবর্তন হয়েছে
কতটুকু ওজন বেড়েছে
ঠিক বুঝতে পারেনি পথিক।
পথিকের মনে হলো
অাকাশের মতো দৈর্ঘ শরীর।
.
হঠাৎ শকুন এল
ভেড়াটার কটকটে লোম
খসে পড়ে সবুজ ঘাসের উপর।
মাংসের তীব্র স্বাদে
শকুনের ঠোঁট লাল হয়ে ওঠে।
.
পথিক বুঝতে পারে
অাকাশের সূর্যটা
মনে পড়ে
বেশ মনে পড়ে সূর্যের রঙটা।
.
কাল সকালে দেখা
ভেড়াটার জন্য পথিকের কষ্ট হয়
ওর ধনুকের মতো দেহটা
পথিকের খুব মনে পড়ে।
.
মনে পড়ে ক্ষুধার্ত
পেটের ক্ষুধাই ওর মৃত্যুর জন্য দায়ী।
বিষাক্ত সবুজ ঘাসে
পথিক কল্পিত হায়েনার ছবি দ্যাখে।
.
পথিক বুঝতে পারে
অাকাশের সূর্যটা
মনে পড়ে
বেশ মনে পড়ে সূর্যের রঙটা।