বাতাসে  ইচ্ছের ঘ্রাণ ভাসে
ঈগলের ঠোঁট নড়ে
জীবনের সমস্ত চাওয়া শূন্যতায় ভাসে
অন্যরকম  কড়কড়ে  প্রেমে।

তোমাকে আরও পাশে চাই
যদি তুমি থাকো সাথে
বলো, আমাকে রাখবে কি?
সারা জীবন তোমার পাশে।

হিমেল হাওয়াতে
তোমাকে পাওয়ার যতটা বাসনা
যদি তুমি থাকো উষ্ণতায়
তবুও ততটাই কামনা।

জেনে রেখো প্রিয়
যত দিন যাচ্ছে চলে
বসন্ত খেলছে আনমনে
তোমাকে পাশে নিয়ে।

আমি বসন্তের কুমার
তোমাকে ছাড়া কাটছে না দিন
তুমি পাশে নেই
ভাল লাগে না ভাবতে প্রতিদিন।