ডান স্কন্ধে হস্ত রেখে
দাঁড়িয়েছিলে বামে,
রেখেছিলাম ছবি তুলে
আপন চিত্ত ধামে।


সেই ছবিতে হরষে আছো
যত্নে মোর হিয়ায়,
চিত্তে সদা চঞ্চল চিত্র
আনন্দের গান গায়!


মন গগনে ওড়াচ্ছ
মহানন্দে রঙ্গিন ঘুড়ি,
কখনাে হইনি বুড়াে!
কখনো হওনি বুড়ী!


যৌবন বিরাজিত ঠিক
আগেকার মত!
বার্ধক্য আসিবে না,কাল
হবে শুধুই গত!