শরৎ রাণী
        প্রশান্ত মিত্র (শান্তা)


শরৎ রাণী  দেখেছি  তোমাকে
      পরেছিলে শুভ্র চাদর
আহ্লাদিত    হয়েছি    পেয়েছি
      পরশ মাখা আদর।


প্রভাতে  দিবাকরের হাত  ধরে
        হয়েছিলে প্রকাশিত    
আঁধার রেখেছিল ঢেকে,হয়তো
        হয়েছিল ঈর্ষান্বিত।


যখন  প্রকাশিত  হবে  আসছে
         পূর্ণিমার রাত
নয়ন ভরে দেখিব আর শিশির
        সিক্ত করিব হাত।


কিন্তু কি হবে দেখে!নিজেই  চলে
     যাও না বলে আড়ালে
অন্তরে  কষ্ট  পাই! কাছে যখন
     নাহি পাই,হস্ত বাড়ালে।


বসন্ত রাজার সাক্ষাৎ পেয়ে ভুলে
        যা-ও আমার কথা  
উত্তর   অভিমুখে   যাত্রা  কোরো,
        চিত্তে লাগে ব্যাথা!


প্রকৃতিতে  খুঁজি  ব্যথিত  চিত্তে,
     পাইনা তোমার দেখা
প্রখর খর দাহ মুছে দেয় রেখে
       যাওয়া শেষ রেখা।


কোকিল সান্ত্বনা দেয়,কুহু ডাক
         ভরে তুলে প্রাণ
প্রহর গুণা শুরু  করি  আবারও,
     শুনতে শিশিরের গান।