বিপদে যে পাশে দাঁড়ায় বন্ধু বলে তাকে,
শ্রদ্ধা করে মুজিবুর কে বন্ধু সবাই ডাকে।
বন্ধু হয়ে ছিলেন তিনি আমৃত্যুকাল ধরে,
প্রদীপ হয়ে জ্বলেছিলেন প্রতি ঘরে-ঘরে।
দেশহিতৈষী কর্মকাণ্ডে সর্বকালের সেরা,
বসুন্ধরায় চির উজ্জ্বল মৃত্যুঞ্জয়ী তারা।
জীবদ্দশায় ছিলেন তিনি জনগণের বন্ধু,
কবর বাসি হয়ে ও যে বন্ধু নামক সিন্ধু।
সিন্ধু কভু শুকাবেনা মহা কালের স্রোতে,
পারিবে না কালের গতি কভু মুছে দিতে।