বাংলা ভাষা খাসা সোনা বসুন্ধরায় সুনাম,
তাজা রক্ত ঢেলেছিল অকুতোভয় সালাম!
আন্দোলনে দিয়েছিল রফিক তাহার প্রাণ,
বরকত-জব্বার গেয়েছিল মৃত্যু অব্দি গান!
রক্তগঙ্গা হয়েছিল ঢাকার কালো রাজ পথ,
করেছিল সেদিন সবাই ভাষা রক্ষার শপথ।
সম্মিলিত ব্যাঘ্র কণ্ঠ বলেছিল বাংলা চাই!
দিয়েছিল রক্ত বলেই মাতৃভাষা ফিরে পাই।
স্বাধীনতার স্বপ্ন দেখায় ভাষা রক্ষার ত্যাগ,
বিষাক্ত দাঁত ভেঙ্গেছিল জমানো সব রাগ!
ভাষা রক্ষায় এমন প্রেমিক ভূমি সদা চায়,
বিশ্ববাসী নয়ন জলে শহীদদের গান গায়!
শহীদ ভাইদের কাছে সারা বিশ্ববাসী ঋণী,
মা'য়ের মুখের ভাষাটিকে করেছে যে ধনী।
যদি কভু নেমে আসে ধরায় ফের আঘাত,
ভেঙ্গে দিতে হবে তখন সর্ব দ্রোহীর দাঁত!!