কেশ কালো,নয়ন কালো,সর্ব অঙ্গ-প্রত্যঙ্গ কালো,
সেই কালোকেই বাসো ভালো,থাকে যদি অন্তরে আলো।
কালো মেঘ ঝরায় বৃষ্টি,সবই স্রষ্টার অমূল্য সৃষ্টি,
বর্ষিত জলের পরশ মিষ্টি,পরিচ্ছন্ন করে দৃষ্টি।
কালো কষ্টির মূল্য অতি,নকল হীরা করে ক্ষতি,
চকচক গতর আনতে পারে জীবনে অধোগতি।
কালো অন্তর ঘৃণ্য অতি,যদিও ধবল আস্তরণ,
ভালো মনের কালোকে কোরো সানন্দে গ্রহণ।