বহু দিন আগে,বহু মাস আগে,বহু বৎসর আগে,বহু যুগ আগে,আরও আগে!স্থান দিয়েছিলে মন গগনে,
যুক্ত করেছিলে নাটাইয়ের সাথে অনন্ত কালের বন্ধনে।
আজ অব্দি উড়ছি হরষিত মনে চিত্ত গগনে উল্লাসে!
বন্ধনে হয়েছি স্বাধীন;নই পরাধীন;সুখে আছি ভালোবেসে।
সম্পুর্ণ আকাশ গঙ্গা আমার দখলে,
টান দিলে কাছে আসি;ঘুরে বেড়াই অসীমের কোলে।
কেহই দেখতে পায়না অদৃশ্য বন্ধন,
তুমিও না!আমিও না!জানে শুধু দু'জনার সংযুক্ত মন।
অনুভব করি মন দিয়ে মনের টান,
জুড়ায় মন-প্রাণ!
অম্বরে কি নেই!?
সবই আছে;তবুও এক ফোটা ভালোবাসা দেই!
চন্দ্র-সূর্য নক্ষত্ররাজি আছে;আছে বৃক্ষ লতাপাতা,অফুরন্ত আনন্দ!
নেই বলে কোন শব্দ ই নেই!নেই কোনো দ্বন্দ্ব।
আকাশ গঙ্গা এতটাই বড়!
অসীম গগনে আমার দান ফোটা ভালোবাসায় চড়ো!
সাজাও তাই সাজি;ওড়াও তাই ওড়ি,
আনন্দে আনন্দিত হই!বিরহে উঁচু বাঁধ গড়ি।
তুমিও যে কাঁদ আমার ব্যথায়!
চিন্তন ক্রিয়া শুধু তোমারই মাথায়!
হলে মলিন বদন;টেনে নাও কাছে,
বৃষ্টি ঝরার সুযোগ কি আছে!?
অকৃত্রিম ভালোবাসায় অভিভূত আমি!
চির ঋণী করেছ তুমি!!
দেয়ার মতো কি'বা আছে!?
চিত্ত শুধুই চায় কাছে!
যতটুকুই আছে,তাতে কৃত্রিম মেশাতে চাইনা!
তাজমহল গড়তেও চাইনা!
মজনু হতেও চাইনা!
কালের স্রোতে অন্য কারোর স্পর্শও চাইনা!
চাই অদৃশ্য বন্ধনটাকে চির অটুট রাখতে,
শেষ যাত্রায় ও গন্তব্যে হাত ধরে থাকতে!
০১/০২/২২