চেয়ার খেলায় ওস্তাদরা প্রদক্ষিণ
করে চক্রাকারে,
লড়াই করে একজন বসে,অন্যরা
জ্বলে পুড়ে মরে।


লুণ্ঠিত ফসল ঘরে তুলে আত্ম
সুখে মন ভরে,
টেনেহিঁচড়ে প্রতিযোগিরা চেয়ার
খণ্ডিত করে।


বহু খণ্ডে খণ্ডিত করেও বাড়েনে
ওঁদের মান,
একজন গায় আরেক জনের
ঘৃণা ছড়ানো গান!


চক্ষে বহে অশ্রু বান!করে ওঁরা
রূধির পান!
বালখিল্য ডেকে আনে অমঙ্গল
আর অপমান।