করোনা
প্রশান্ত মিত্র (শান্তা)


জুন মাসের নয় তারিখ,
দশ ঘটিকা,রাত্রিবেলা
আমাতে আসিল জ্বর,
সর্বাঙ্গে জ্বালা।


করােনা রােগের সর্ব লক্ষণ,
গাত্রে দিল দেখা
এগারাে তারিখ নমুনা দিতে,
নিজেই গেলাম একা।


দিন-রাত প্রতীক্ষার প্রহর,
কখন আসিবে খবর!
আমাতে কি করােনার বাস?
বেঁধেছে কি ঘর?


সুস্থ হয়ে যখন আমি,হাটে-
ঘাটে-মাঠে
দশদিন পর আসিল খবর;
কত ঘুমাবাে খাটে!


ফোনে কহিলেন ডাক্তার;হয়েছে
করোনা;ঘরে থাকতে
ভঙ্গ করা যাবে না,স্বাস্থ্যবিধি;
যথাযথ মানতে।


বন্দী গৃহে ঘুমিয়ে কাটালাম,
আরও দশটা দিন!
দুই জুলাই ছাড়পত্র পেলাম;
হলাম করোনাহীন!


০৫/০৭/২০২০ খ্রিস্টাব্দ
২১/০৩/১৪২৭ বঙ্গাব্দ
রবিবার।