প্রতিবাদী কথন
প্রশান্ত মিত্র(শান্তা)


চলার পথে শুনতে পেলাম,প্রতিবাদী কথন
অসম বন্টন দীন-দরিদ্ররা আর করিবে না গ্রহণ।
গরিবের স্বজন নও তুমি মুখােশ পরিহিত দুশমন
কাঙ্গালের সাথে কোরো সদা হীন আচরণ।
আছেদের দাও মনের সুখে উপুড় করে ঢেলে
নিঃস্ব হতে কেড়ে না-ও নানা শতরঞ্জির চালে।
ধনিক শ্রেণীর বিনষ্ট কৃত খাবার দর্শনে হও খুশি
দীন-দরিদ্র কে বন্টন লগ্নে ধরো লাগামের রশি।
বিত্তশালীদের থালায় সাজাও মাছ-মাংস-পােলাও
উচ্ছিষ্ট ভােজন করাতে সদা,দীন-দরিদ্র কে বুলাও।
কাঙ্গালের থালা পরিপূর্ণ করো,সর্ব উচ্ছিষ্ট দিয়ে!
বিত্তশালী!গরীবের রক্ত-ঘামে,সর্বস্ব কেড়ে নিয়ে।
দীন-দরিদ্র কে করাে না তুমি,নূনতম সম্মান!
ধিক্কার জানাই!ঘৃণার পাত্র!বন্টনে বানর সমান!