ঘর নেই;বাড়ি নেই;ধাক্কায়
চলে দেহ গাড়ি,
অন্যের বোঝা আজন্ম টানে,
নাম তার নারী!
হাতে বোঝা;মাথায় বোঝা;
বোঝা পেটে ও কাধে,
পাখনা গজালে পেটের বোঝা
শৃঙ্খলে তাকে বাঁধে!  
সবাই মারে!কেহ হাতে;কেহ
ভাতে;কেহবা কথার বাণে,
দেহটা মেলার পুতুল,কেনে
সবাই খেলে খুশিমনে!
শীত নেই;গরম নেই;ঔষধ
নেই;নেই তার অসুখ,
পরের হাতে খায় বলেই,
শুনে না কেউ দুঃখ!
প্রতিবাদহীন;জিঞ্জির পরে
পিঞ্জরে মরে,
এমন করে মুক্তি,আসবে
যে কেমন করে!?