সবাই ভালোবাসতো,প্রিয় পাত্র ছিলাম,
কিন্তু আজ অপ্রিয়!তবে কেন?
সমস্যাটা কোথায়?
সাদাকে সাদা কালোকে কালো বলাটা অপরাধ!?


মিথ্যেবাদীদের কাছে সত্য কথা বিষের পেয়ালা!
মিথ্যেবাদীদের কাছে সত্য কথা আগুনের জ্বালা!
হজম করা বড়ই কঠিন!


সত্যকে আলিঙ্গন করে হয়েছি ঘৃণার পাত্র!
অপবাদে জর্জরিত!


যেদিন থেকে অন্তরে পালিত পশু গুলোকে হত্যা করছি,সেদিন থেকে অন্তর চক্ষু ক্ষীণ দেখতে পায়।

বীভৎস রূপ দেখতে দেখতে ক্লান্ত!
সবকিছু খামচে খাওয়ার প্রতিযোগিতা।


পিষ্ট হতে-হতে ধুলায় মিশে গেছি!
তবুও ভালো আছি,
মাটিতে মিশে আছি।
খামচে খাওয়াদের দলে নেই!
মুখোশ পরিহিতদের দলে নেই!
অভিশপ্ত জীবন চাই না!
মিথ্যে ভালোবাসা চাই না!