লজ্জা কি জাগে না মনে!?
এহেন কুৎসিত আচরণে!
বাস করো কি অরণ্যে?
বড়াই কেন যে করো ধনে!
একজন কে অন্ন দিতে,
দশজন মিলে উঠাও ছবি,
দর্শনে হয় মলিন,
হাস্যজ্বল গগনের রবি!
কষ্টে হাসে ক্ষুধার্তরা!
ত্রান-সাহায্য গ্রহণ কালে,
তোদের চাপা চাপিতে,
চক্ষু কেন ভরে অশ্রু জলে!?
মুখ ভরা এই হাসি,
মন থেকে নাহি ভালোবাসি,
অন্তরে বিষ তোদের!
অভিনয় পরায় যে ফাঁসি।