শুষ্ক গোলাপ
প্রশান্ত মিত্র(শান্তা)


যত্নে আছে শুষ্ক গোলাপ,
সিন্দুকের ভেতর,
যতই দেখি প্রশান্তিতে
ভরে,অশান্ত অন্তর!
তাজা ফুল দিয়েছিলে হাতে,
শরতে পূর্ণিমার রাতে,
টুকরো মেঘে ভেসেছিলাম
দু'জন,হাত রেখে হাতে।
উদয়ের আগেই দেখিতে
পেলাম,গোলাপের কষ্ট!
সময় কেড়ে নিল সতেজতা,
করিল যে রুষ্ট!
কত-শত চেষ্টা!অবিরাম
করিলাম জল দ্বারা সিক্ত,
অশ্রু জলেও হলো না সতেজ!
যদি দেয়া যেতো রক্ত!
প্রকৃতি করেছে শুষ্ক,স্মৃতিতে
সজীব-সতেজ
অন্তরে পারিবে না করিতে
প্রবেশ,প্রকৃতির তেজ।
তোমার স্পর্শ হীন সজীব
ফুলেও নাসিকা গন্ধ হীন,
শুষ্ক  ফুলের  সুবাসে  হারে,
বর্তমানের তাজা-রঙ্গিন।
হাজার বৎসর পরে-ও যদি,
জীর্ণ দেহে থাকে প্রাণ,
শুষ্ক ফুলে খুঁজে পাবে নাসিকা,
তাজা ফুলের ঘ্রাণ।
যে-দিন শুষ্ক হবে নিথর দেহ,
অনল শিখায়,কবরে,
মূল্য হীন হবে সিন্দুকের গোলাপ!
কে রাখিবে ঘরে?
স্থান হবে আবর্জনায়!দেহের শেষ
গন্তব্য মাটিতে!
আবারও খুঁজিব,প্রকৃতির গতিতে
হাটিতে হাটিতে।