প্রতি বসন্তে ডাকতে মহীরুহে বসে,
বাড়াত অন্তর জ্বালা মধুমাস এসে!
কাঁদাতে মনের সুখে কুহু কুহু বলে,
চুপটি মারতে পল্লবে,হস্ত বাড়ালে।
স্পর্শ করতে হৃদয় উদয়াস্ত কালে,
টইটম্বুর হতাে আঁখি নােনতা জলে!
দিয়েছিলে দেখা বিগত ফাগুন প্রাতে,
বর বেশে উঠেছিলাম আলয়ে রাতে।
সানাই সুরে ডেকেছিলাম ভাঙ্গা নীড়ে,
হস্ত ধরে এসেছিলে সবকিছু ছেড়ে।
মাল্য বদল করে হয়েছিলাম সাথী,
নিত্যদিন সেই মাল্যে নব পুষ্প গাঁথি।
শ্রী পূর্ণ হয়েছে জীবন অখিলে পেয়ে,
স্রষ্টা হতে পরজন্মে ফের নেব চেয়ে।