ফাগুনের আগুন যেন লাগে অন্তরে,
রিপু যেন দেহ-মন নিয়ন্ত্রণ করে।
স্মৃতি যেন ঝরায় অশ্রু চিত্ত গগনে,
আঁখি যেন কাঁদে সদা ঘুমে জাগরণে।
নিদ্রা ভঙ্গ করে যেন কোকিলের সুর,
চিত্ত জ্বালা কখনো না হয় যেন দূর!
প্রকৃতি ভাসায় যেন ফাগুন বন্যায়,
সন্ধির স্বার্থে হয় যেন শত অন্যায়।


স্বেচ্ছায় ধরিবে তখন দুইটি হাতে,
পুলকিত হবে মন নবীন সাক্ষাতে।
জালাতন করিবে না রিপুর আগুন,
চির সুখময় হবে প্রতিটি ফাগুন।
প্রশমিত হবে স্পর্শনে চিত্তের রাগ,
শাপ মুক্তি এনে দেবে আদর সোহাগ।