সম ঢেউ যদি খেলে উভয় অন্তরে,
হৃদয় কাননে পুষ্প কভু নাহি ঝরে।
পেতে হলে ভেতরটা দিতে হয় আগে,
তবেইত ভালোবাসা অপরের জাগে।
যদি হয় ভালোবাসা বাহ্য আবরণে,
ঝরে প্রসূণ অকালে অন্তর কাননে।
মনোমধ্যে অন্তর্যামী তুলে ধরে সত্য,
হৃদাসনে মৃত্যু কালে বাঁচায়না পথ্য।