মা তোমার গর্ভ ছিল লক্ষ পৃথিবীর সমান,
কেটেছিল দিন অভিযোগ হীন,যুক্ত ছিল দু'টি প্রাণ।


মুক্ত তোমার ভুবন মাগো কাঁটাতারের বেড়া হীন,
শোধ হবে না এই জীবনে তোমার কাছে যত ঋণ।


ভুবন জুড়ে বাস ছিল মোর রাজা-প্রজা সেজে,
আমার খেলায় তুমিও ছিলে মন আনন্দে মজে।


তোমার বুকে ছিল মাগো দুগ্ধ ঝর্ণার জল,
বেঁচেছিল জীবন আমার বেড়েছিল বল।


কোল ছিল স্বর্গসম,স্বর্গসম ছিল আঁচল,
শীতে ছিল উষ্ণ মাগো গরমে ছিল শীতল।


ফুলের মতো কোমল ছিল তোমার হাতের ছোঁয়া,
শাসন কালেও হাসতাম মাগো কাঁদত না মোর হিয়া।


শিক্ষা দানে ছিলে মাগো সর্বোচ্চ গুরুর আসনে,
তোমার দেয়া শিক্ষায় আছি আলোর বসনে।