অস্তের দিকে ধাবিত সবাই
বেশিদিন নেই হাতে,
একই পোশাক পরতে হবে
মৃত্যুর সাথে সাথে।


মাটির সাথে মিশব সবাই
ছোট্ট মাটির গৃহে,
মাটির সাথে মিশব সবাই
পঞ্চ ভূতের গ্রহে।


ভাঙ্গনে-মাটি ক্ষয়ে কবর-শ্মশান
হবে একাকার,
জল তরঙ্গে নৃত্যে আনন্দ চিত্তে
খেলব আবার।


ধর্ম-বর্ণ-গোত্র থাকবে না
সেদিন মাটির কণায়,
অশ্রু গড়াবে না বিভাজন
নরক যন্ত্রণায়!


হাঁটতে হবে না কাঁটা যুক্ত
রক্তে সিক্ত পথে!
ধর্মালয়ে থাকব সবাই ইট
কংক্রিটে গেঁথে।


কালের গতিতে বারংবার উঠব
মৃৎ শিল্পীর ঘরে,
নব নব আকৃতিতে খেলব মানব
শিশুর হাত ধরে।


অনন্ত কাল কাটাব যন্ত্রণা হীন
পুড়া মাটির মালায়,
পুড়তে হবেনা হিংসার আগুনে,
বিভাজন জ্বালায়!