সন্তানঃ আম্মু,মামা আসেনা কেন!?
আম্মাঃ আসবে;দু-এক দিনের মধ্যেই আসবে।
সন্তানঃ প্রতিদিন বলো আসবে,আসেনা!সবাই কিনে নিয়েছে ঈদের কাপড়,কবে কিনব!?সব শেষ হয়ে যাচ্ছে!
আম্মাঃ পাগল ছেলে আমার!কি যে বলে!
সন্তানঃ সবাই নিয়ে যাচ্ছে!শেষে কোত্থেকে পাবে!?
আম্মাঃ বোকা ছেলে!তোমার মামা ঠিকই কিনে নেবে।
সন্তানঃ মামাকে ফোন করে আসতে বলো,যদি না আসে!?
আম্মাঃ আসবে!হয়তো কাজে ব্যস্ত ...........!
সন্তানঃ আর আসবে না!দু-এক দিনের মধ্যেই ঈদ;আর আসবে না!
আম্মাঃ হতাশ হয়েছ কেন?শীঘ্রই আসবে!কান্না কোরো না!
সন্তানঃ আসবে না!মামা আর আসবে না!সব বিক্রি হয়ে গেছে!একটি জামাও পাবে না!
আম্মাঃ কাঁদিসনে বাবা!কাঁদিসনে!দেখতো ফোন দিচ্ছে কে?
সন্তানঃআম্মু;মামা ফোন দিচ্ছে!মামা ফোন দিচ্ছে আম্মু!আম্মু কথা বলো!কথা বলো আম্মু!!
আম্মাঃ ওয়া আলাইকুম সালাম.................ওয়া আলাইকুম সালাম।
সন্তানঃ মামা কি বলেছে!!?
আম্মাঃ বলেছে;তোমার জন্য কিনেছে পাঞ্জাবি-পায়জামা;তোমার আব্বুর জন্য লুঙ্গি-পাঞ্জাবি,আমার জন্য শাড়ি,গাড়িও কিনেছে;তোমার জন্য!!
সন্তানঃ সত্যি আম্মু!!?গাড়ি কিনেছে!!?
আম্মাঃ বলেছেতো কিনেছে!কেনাকাটা করার জন্যে টাকাও পাঠিয়েছে!
সন্তানঃকি মজা!!কি মজা!!কি.........!!!