মানব জীবন শ্রেষ্ঠ জীবন,
সন্দেহ নেই কারোর মনে,
মানুষ স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি,
মানুষ শ্রেষ্ঠ স্রষ্টার ভজনে।


শ্ৰেষ্ঠতা নয় দৈহিক গঠন,
শ্রেষ্ঠ মানুষের কর্ম মনন,
আচরণে মানুষ শ্রেষ্ঠ,মানুষ
করে জ্ঞান আহরণ।


ক্রমান্বয়ে করেছে জয়,
আকাশ-সাগর-হিমালয়,
মানুষ শ্রেষ্ঠ জ্ঞান-বিজ্ঞানে,
আধ্যাত্মিকতার আলােয়।


মানুষ দাঁড়ায় মানুষের পাশে,
করে অন্যকে সম্মান,
অনন্তকাল ধরে গাহিতেছে
সবাই মানবতার গান।


সবাই শ্রেষ্ঠত্বের অধিকারী,
সর্ব কালে,স্ব-মহিমায়,
সম্মিলিত প্রচেষ্টায় ফুটেছে
ফুল প্রতিটি শাখায়।


ব্যর্থ নয় কাহারো জীবন,
মানব বৃক্ষের অনন্ত ডালে,
সর্বকাল ধন্য,শ্রেষ্ঠ জীবের
হাসি-কান্নার মিশ্র তালে।