চতুর্দিকে নীলাম্বর ছুঁয়ে আছে ভূমি,
শ্যাম আঁচলের 'পরে হরষিত আমি।
আছি সুখে নেত্রপটে দৃশ্যগুলো ধরে,
বিরাজিত শান্তি তাই মনের ভেতরে।
হেমন্ত লাগছে গায়ে হিম বায়ু হয়ে,
আমন ধানের ঘ্রাণ জগৎ আলয়ে।
ডাকিতেছে বিহঙ্গরা আপন আনন্দে,
নাচিতেছে বৃক্ষরাজি পবনের ছন্দে।
খেলিতেছে ঢেউগুলো দিঘির সলিলে,
ছোট-বড় মৎস্য আর পবনের বলে।
উল্লাসে হাসছে সূর্য নিজমূর্তি দেখে,
ধরণীর বুকে তার আলো সব রেখে।
এখনো যে আছে মাঠে হরিৎ আধিক্য,
স্বর্ণ সনে স্ব-ইচ্ছায় গড়িতেছে ঐক্য।
করিতেছে পিলপিল পিপীলিকা ভূমে,
সঞ্চয়ের তরে তারা নেই কেহ ঘুমে।
বৃক্ষ সনে নড়িতেছে ব্যঙ্গ করে ছায়া,
মনমধ্যে দৃশ্যগুলো বাড়িয়েছে মায়া।
প্রকৃতির কোলে সদা স্ব দেহকে চাই,
এমত দৃশ্যের দেখা ফের যেন পাই।