যদি হয় ভালোবাসা চেহারাটা দেখে,
আঁখি দেয় চিত্ত সুখ নানা রঙ মেখে।
নজর কাড়ে তখন নাক-কান-চোখ,
ঝলকিত রূপে করে চিত্ত ধুকধুক!
বাহ্যিক দিকটা ভালো লাগে;চর্ম ধলা,
বাহারী কথামালা;রঙ ঢঙ্গের চলা।
সুখ খুঁজে পায় লোচন সুন্দর ঠোঁটে,
স্ব হস্তে লেখে ভবিষ্যৎ নিজ ললাটে।
সময় স্রোতে যখন দেহে পড়ে ভাঁজ,
অন্তর পরাতে চায় অন্তর কে তাজ।
শ্রীহীন ভেতর দেখে পায় অন্তে লাজ,
হৃদয়ে করে তখন হাহাকার রাজ!
সুন্দর গরল ঢালে পূজারীর মনে,
আমৃত্যু জ্বলে চিত্ত,ছাইচাপা আগুনে।


পূজারী=সুন্দরের পূজারী