মাগো তোমার নয়ন গুলো মোর নয়নে ভাসে,
মনে পড়লেই স্রোত ধারায় অশ্রু চলে আসে!
পারিনা যে ভুলতে কভু তোমার হাসি মুখ,
দেখে সদা স্মৃতির পাতায় বাড়ে মনের দুখ!
ঘুমের দেশে করো আদর মস্তকে হাত রেখে,
মনটা জুড়ায় কাছে থেকে মুখের হাসি দেখে।
শীতল করে হৃদয় আমার ঘুম পাড়ানি গান,
আবেগে মোর নয়ন হইতে বহে অশ্রু বান!
মাথা রেখে তোমার কোলে কুড়াই আমি সুখ,
মন থেকে যে যায় হারিয়ে জমানো সব দুখ।
যখনই মোর নয়ন খুলে দেখা নাহি পাই,
তখনই যে চিত্ত শোকে পাগল হয়ে যাই!
চলে গেলে কোথায় তুমি শুভ্র বস্ত্র পরে!?
স্ব শরীরে তোমার হস্ত আদর নাহি করে!
খাটে চড়ে না বলেই যে গিয়েছিলে চলে!
শুনেছিলাম আসবে তুমি জাগরিত হলে।
তবে কেন এত দিনেও ভাঙে না এই ঘুম!?
খাটের পাশে ছিল কেন আগরবাতির ধূম!?
কল্য যদি স্ব শরীরে নাহি চলে আসো,
ভেবে নেব তুমি শুধু ঘুমটাই ভালোবাস!
কাঁদবোনা আর তখন থেকে মুছে নেব চোখ!
পাষাণ দিয়ে রাখব বেঁধে নয়ন নদীর বুক!!