চার দেয়ালের ভেতর
প্রশান্ত মিত্র (শান্তা)


দাদুঃ কি দেখলে নাতি?চার
দেয়ালের ভেতর,
নাতিঃ পন্ডিতরা মদে মত্ত,
গতরে মেখে আতর!


বাহিরে মানুষ,নেতা-নেত্রী,
পদ-পদবী,সভাপতি,
তিমিরাচ্ছন্ন ভেতর!হিমালয়
সম অজ্ঞানতার হাতি!


দাদুঃ হায়-হায়-হায়!শীঘ্রই
জ্বলিবে লাল বাতি!
সৎ কর্মে মানব শ্রেষ্ঠ,অসৎ
কর্মে নিকৃষ্ট জাতি!