কবিতাঃ কামারচাকের মাটি
প্রশান্ত মিত্র (শান্তা)


উত্তর-পূর্ব,দুই দিকে,
মনু নদী বহমান
পশ্চিমে ধলাই নদীর,
কলকলানি গান।


নদী বেষ্টিত,সবুজে ঘেরা,
কামারচাকের মাটি
যত দেখি মন জুড়ায়!
শ্যামলে সাঁতার কাটি।


অসংখ্য খাল-বিল,জল
গড়ায় স্রোত ধারায়
গন্তব্য দক্ষিণের লাঘাটা
নদী,হাওর করাইয়ায়।


নিয়তি,প্রতি নিয়ত সাজায়;
অপরূপ সাজে!
বারংবার হারিয়ে যাই!মনো
মুগ্ধকর দৃশ্যের মাঝে!


০৯/০৭/২০১৭,রবিবার।