কেন তবে চলে গেলে মা?
প্রশান্ত মিত্র (শান্তা)


স্মৃতি মাখা দিনগুলো
অঝোরে কাঁদায়!
নিজের অজান্তে উঁকি দেয়
মনের জানালায়।
তােমার কোলে ঘুমিয়ে পড়া
ঘুম পাড়ানি গান
আজও কানে বাজে মাগো
হারানো সুরের তান।
রাত্রি বেলা শেয়ালের ডাক
মনে জাগাতো ভয়
জড়িয়ে ধরে তােমায় মাগাে
পেতাম যে অভয়।
আঁচল দিয়ে মুছাতে সদা
আমার চোখের জল
আমার কষ্টে কেন কাঁদিতে?
একবার আমায় বল্!
চোখের আড়াল হলে মাগাে
খুঁজিতে সারা বাড়ি
জড়িয়ে ধরে আদর করে
বলতে আমায় আড়ি!
কেন তবে চলে গেলে মা?
না ফিরিবার দেশে!
কিসের এত তাড়া ছিল
কিসের অভিলাষে!
ঘুমের দেশে ঘুমিয়ে আছ
খুঁজে নাহি পাই!
আজও আমি কাঁদি মাগাে!
পাইনা কোলে ঠাঁই!