খুকু মণি
প্রশান্ত মিত্র (শান্তা)


মেঘ মেখেছে সাদা রঙ নীল গগনের গায়ে
টিনের চালায় বৃষ্টির নৃত্য নূপুর পরে পায়ে।


হার মেনেছে চন্দ্র-সূর্য সাদা মেঘের কাছে
আনন্দে আত্মহারা মৎস্য রাস্তার জলে নাচে।


অন্ধকারে জোনাক পােকা মিটি মিটি হাসে
বৃষ্টির জলে রাজ হংস আনন্দে ভাসে।


লম্প ঝম্প করে ব্যাঙ সাথী দের ডাকে
খুকু মণি ফাঁকি দিয়ে কাদা গায়ে মাখে।


কান ধরে শাসায় মা,খুকু মণি কাঁদে!
ভেবে পায়না শাস্তিটা কিসের অপরাধে!


০২/০৭/২০২১ খ্রিস্টাব্দ
১৮/০৩/১৪২৮ বঙ্গাব্দ
শুক্রবার।