রাস্তা করিয়া দখল
গড়ে ইমারত;
ধরায় নিশ্চিত ওরা
নয় কভু সৎ।
সবকিছু চায় মুঠে,
চড়ে উল্টো রথ;
করেনা মরণ ভয়,
বিলায় ইজ্জত!
ধাক্কা খেয়ে অন্ধরাও
খুঁজে নেয় পথ,
দুর্বৃত্তরা করে ক্রয়
দুষ্টদের মত।
জীবনটা ঘৃণা মিশ্র!
রিক্ত মহব্বত;
সময়ের পদাঘাতে
দেয় নাক খত।
২১/১০/২০২২