মনের অসুর মৃত মনে
আনন্দে বাঁচে,
না করলে অসুর বধ
হিয়ায় উন্মত্ত নাচে।


পরাতে না পারলে জিঞ্জির
গায় আত্ম গান,
মন মঞ্জিলে দাপিয়ে বেড়ায়
আর্তনাদের তান।


দিনকে দিন মলিন মন
তিমিরাচ্ছন্ন হয়,
নির্ভয়ে চলে অসুর,চিত্তে
জাগে না ভয়।


সত্যের মৃত্যুতে মৃত মনে
মিথ্যার প্রয়োজন!
অন্ধকারে চলে তামসিক
ফুর্তির আয়োজন।


কড়ি যোগাতে ব্যস্ত জীবন
ঘুষ-ডাকাতি-লুটপাটে,
চাহিদা পূরণে আঘাত করে
নিজেরই ললাটে!


জীবন কাটে আলো হীন
ঘুটঘুট অন্ধকারে,
সেচ্ছায় নিজেকে বন্দী করে
অশান্তির কারাগারে!