মা দুর্গা,দুর্গতিনাশিনী দেবী,প্রতি বৎসরের ন্যায় এসেছ ধরায়,আগমনে প্রতিটি মনে আনন্দের জোয়ার!
আনন্দের মহা প্লাবনেও আনন্দ হীন,নয়ন অশ্রু জলে সিক্ত,চিত্তে হাহাকার!ধরাধামে নেই গর্ভধারিণী!দুঃখের সাগরে নিমজ্জিত!
পুজোর আনন্দে ভাসিতাম সদা,গর্ভধারিনীর চরণ স্পর্শে,হাসি মাখা মুখ দর্শনে।আজ কায়াহীন মা'য়ের স্মৃতির ছায়ায়,মুখে নেই হাসি চিত্তে নিরানন্দ!
খুঁজে পেতাম জন্ম দাতার চরণে মা'কে হারানোর সান্ত্বনা,তিনিও চলে গেলেন,প্রাণ পাখির ডানায় চড়ে না ফিরিবার দেশে!
স্মৃতি জাগরণে হৃদয় জুড়ে অশ্রু বৃষ্টিপাত!পুঞ্জিভূত শোকে ভেঙ্গে গেছে অশ্রু নদীর বাঁধ!
হে মা দুর্গা,দুর্গতিনাশিনী,শীতল করো হৃদয় আমার,নয়ন জল কোরো গ্রহণ!স্থান দাও মাগো, জনক জননীকে তোমার চরণ!