তর্জনী উঁচিয়ে;বজ্র কন্ঠে
দিয়েছিলেন ভাষণ,
অনর্গল বেরিয়ে এসেছিল;
প্রতিবাদী অমূল্য কথন।
গর্জন কাঁপিয়ে দিয়েছিল
অত্যাচারীদের বুক,
ধ্বনির স্রোত বাড়িয়ে দিয়ে-
ছিল;মুক্তিকামীদের মুখ।
চতুর দিকে ছড়িয়েছিল;
দশ লক্ষ বীরের ধ্বনি,
মহান সেই বীরদের কাছে;
সবাই মোরা চিরঋণী।
সাতই মার্চের ভাষণ;রক্তে
প্রবাহিত প্রতিবাদী গান,
গানের স্রষ্টা;জাতির জনক
শেখ মুজিবুর রহমান।