মনু নদী
প্রশান্ত মিত্র(শান্তা)


হে মোর বন্ধু,বন্ধু আমার,বন্ধু
মনু নদী!
ভুলিব না কখনাে,দেহে প্রাণ
থাকে যদি।
শৈশব-কৈশাের কেটেছে,বুকে
মাথা রেখে
সাঁতার কেটে,সর্ব অঙ্গে
কাদামাটি মেখে।
মাতা-পিতার কত চেষ্টা!সম্পর্কে
চিড় ধরাতে
সহ্য করেছি বকুনি-প্রহার,
পারিনি সঙ্গ ছাড়তে!
চির তরুণ তুমি,পারিবে না কেহ,
বাধা হয়ে দাঁড়াতে
পারিনা বন্ধু!সময়ের হাতকড়া নিয়ে
সাঁতার কাটিতে!
রাগ করো না!লুকিয়ে তােমাতেই
সাঁতার কাটি
স্বপ্ন লোকে,প্রতিনিয়ত,গাত্রে
মাখি কাদা মাটি।
কোনদিন তোমার সাথে হয়নি
আমার দ্বন্দ্ব
পারিবেনা কেহ,সম্পর্কের রাস্তা
করিতে বন্ধ।
শীঘ্রই আসিব বন্ধু,নিজ পুত্র কে
সাথে নিয়ে
অভিষেক জড়াতে চায়,বন্ধুত্বের
বন্ধন দিয়ে।
হে বন্ধু!তাকেও তুমি বন্ধু রূপে
করিও গ্রহণ!
কাদা মাটি গতরে মেখে,কাটে
যেন তাহারও জীবন।