উলঙ্গ
প্রশান্ত মিত্র (শান্তা)


কৃত্রিম   গণ্যমান্যরা   চায়   অকৃত্রিম   সম্মান।
না করিলে,অপাত্রে প্রবাহিত হয় ক্রোধের বান!


ওঁদের আছে হরণ কৃত সম্মান,মকুট, সিংহাসন
গুণীদের হজম করিতে হয়,বিষ মাখানো ভাষন!


গুণকীর্তনে  মত্তরা  সম্মানিত  মহামুল্য বসনে
জয়ধ্বনি হীন বদন;ওঁদের কে  পােড়ায় দহনে।


ঘৃণায় ভরপুর রক্তের  খেলা নিত্যদিনের কাজ
কৃত্রিম গণ্যমান্যরা বুঝেনা, কৃত  কর্মের  লাজ।


সর্বজন  ঘৃণিত  ওঁরা; পােশাক পরিহিত উলঙ্গ
সুগন্ধি  মেখে  উলঙ্গরা করে, ঘৃণিত  কর্মে রঙ্গ!