উড়ে বেড়ায় বৈভবে মাথার উপরে,
মাটি জোগায় আহার,মাটিতেই মরে।
এত 'পরে কেন উঠে?স্থায়ী ঘর নিচে,
পাখনা চলেনা যবে,মাটি টানে কাছে।
প্রাণহীন গাড়িটির গন্তব্য কবরে,
কিছুকাল কাটে ঘুমে ক্ষুদ্র এই ঘরে।
হাড্ডিগুলো অস্ত্র ছাড়া বৃথা যুদ্ধ করে,
কাউকে ছাড়েনা মাটি,শক্ত করে ধরে।
কাল ঢেউয়ে ঘরটি ভেঙে ভেঙে পড়ে,
জীবিতরা সেই স্থলে নব গৃহ গড়ে।
২৮/১০/২০২২