কামাসক্ত ভালোবাসা চায় শুধু দেহ,
মনের গহীনে তারা বাঁধেনা যে গৃহ।
থাকেনা সম্পর্ক মধ্যে চিত্ত আকর্ষণ,
স্বার্থটা ফুরিয়ে গেলে বাড়ে বিকর্ষণ।
ঢুকে পেটে ক্ষীণ সুখে পাপহীন দেহ,
গড়ায় ওঁচলাকুড়ে তাকায় না কেহ!
যদিওবা দেখে আলো গোপনীয় ধন,
বিষাদে যে ভরে যায় সবাকার মন।
করে না গ্রহণ পিতা নিজের সন্তান,
ছলনায় করে শুধু না চেনার ভান।
মা তখন বাধ্য হয়ে চায় সুবিচার,
কুকর্ম দহন দিয়ে করে ছারখার।
ভাবে তারা সূচনায় কর্মটা সহজ,
অন্ধকারে ধরে স্বীয় সমাধির ধ্বজ।
যায় হারিয়ে নিমিষে নষ্ট ভালোবাসা,
নোনাজল হয় স্থায়ী নয়নের ভাষা।