নতুন জলে খেলা করে কাটছে সাঁতার হাঁস,
এই পুকুরেই করি নাওয়া বারোটি যে মাস।
মোদের ঘাটে আছে কিন্তু অনেক অনেক মাছ!
দেখা মেলে স্বচ্ছ জলে অনেক অনেক গাছ!
জলের ভেতর আছে সূর্য নড়ে ঢেউয়ের তালে,
হাটে মেঘরা গভীর জলে শুধুই দিবা কালে।
আছে মানুষ জলের ভেতর আমাদেরই মতো!
ধরতে গেলে ঢেউয়ের সনে যায় যে চলে দ্রুত।
ঝরা পাতায় বসে ডাকে অনেকগুলো ব্যাঙ,
ঢোঁড়া সাপে টানে ব্যাঙের ধরে চারটি ঠ্যাঙ।
চিমটি কাটে চিংড়ি মাছে পা রাখলে যে জলে,
দৈত্য আছে জলের ভেতর সবাই কিন্তু বলে!
সাঁতার শিখে জলে নামলে কেউ করেনা মানা,
এখনও যে ছোট্ট আমি হয়নি সাঁতার জানা।
নামব যেদিন সাঁতার শিখে পুকুরেরই ঘাটে,
ধরে এনে দৈতদের কে ধোলাই করব মাঠে।