বড়রা করে দ্বন্দ্ব যুদ্ধ স্বার্থ-
মােহে পড়ে,
শিশুরা হারায় অকালে প্রাণ
মৃত্যুর সাথে লড়ে!
বড়রা শেখায় হিংসা-বিদ্বেষ
রক্ত নিয়ে খেলা,
অন্ধ প্রজন্ম অশ্রু জলে চড়ে
আনন্দের ভেলা!
প্রতিটি ঘৃণার জন্ম দাতা
বুড়াে খােকার দল,
হাজার ছলে জ্বালায় ওরা
শান্ত হৃদয়ে অনল!
নব প্রজন্ম হিংসার আগুন
তুলে নেয় হাতে,
লেলিহান শিখা ছড়িয়ে পড়ে
ক্ষিপ্র আঘাতে!
শীঘ্রই হবে হিরােশিমা!সুন্দর
বসুন্ধরার বুক,
মানব শূন্য পৃথিবীতে,থাকিবে
না কাহারো দুঃখ!