ঋতুর রাণী
প্রশান্ত মিত্র(শান্তা)


রূপসী বাংলায় এসেছ শব্দ হীন চুপি চুপি পায়ে
তবুও  তোমাকে  দেখেছি লোহিত সূর্যের গায়ে।  


ছাতিম গাছে দেখেছি,দেখেছি ঝরা শিউলি ফুলে
কাশ  ফুলে দেখেছি,ঝিলের  পাড়ে, নদীর কূলে।  


নীল গগনে দেখেছি অসংখ্য টুকরো মেঘের ভেলায়
সোনালী  রৌদ্রে   দেখেছি  পড়ন্ত  বিকেল  বেলায়।


সবুজ  মাঠে  দেখেছি  আমন  ধানের চারায়
পাকা তালে দেখেছি,দেখেছি তালের পিঠায়।  


রৌদ্র ছায়ার খেলায় দেখেছি;দেখেছি দূর্বা ঘাসে
শরৎ  তুমি ঋতুর রাণী, ভাদ্র-আশ্বিন ভরা মাসে।


লুকিয়ে থাকা অসম্ভব!শিশির নূপুর পরিতে হবে পায়ে
আত্ম হারা হয়েছি!চিহ্ন ফুটে উঠেছে প্রকৃতির গায়ে।


১৮/০৮/২০২১ খ্রিস্টাব্দ
০৩/০৫/১৪২৮ বঙ্গাব্দ
বুধবার।