ধর্ষক
প্রশান্ত মিত্র (শান্তা)


ধর্ষক হয়ে জন্মায় না কেহ,
ধরিত্রী মায়ের অঙ্গে
নিস্পাপ শিশুর জন্ম,ধর্ষিতা
মায়ের সম লিঙ্গে।


সন্তান ভূমিষ্ঠ হয়ে,তৃষ্ণা মেটায়
মায়ের বুকে
কেন তবে ধর্ষিত হয়?মা-বোনেরা
মরে ধুকে ধুকে!


ধর্ষক হয় তখন,মনের পশু
জাগ্রত হয় যখন
দেহ-মনে দেখা দেয়,হিংস্র
পশুর আচরণ।


কুকুর রাস্তা-ঘাটে,হাটে-মাঠে
করে,ঘৃন্য যে কর্ম
ধর্ষকরা করে একই কর্ম!ভুলে
যায় মানব ধর্ম।


ধর্ষক তৈরি হয়,ক্রমে ক্রমে,কুসঙ্গের
সংস্পর্শে
দায় ভার সবার,সর্ষেতে ভূতের বাস,
মনের হরষে।


জঘন্যতম অপরাধ!ধর্ষণ একটি
ঘৃণিত নাম!
সামাজিক অবক্ষয়ে,পশু জাগ্রত
হয় চিত্ত ধাম।