বিষাক্ত অন্তর মোর;তীক্ষ বিষ দাত,
দুষ্টদের সর্ব কার্যে;থাকে মোর হাত।
ঘরের বাহিরে পাই অনেক সম্মান!
জয়ধ্বনি দিয়ে সবে গেয়ে নেয় গান।
স্বার্থের তরণী চড়ে কাঁধে মোরে রাখে,
হাসি পায় নিজেরই মুখগুলো দেখে!
পবিত্র ফুলের মত সবে মোরে বলে,
অন্তরের সুখ মোর নেশা মিশ্র জলে।
গরু-মোষ-ছাগ নই;শ্রেষ্ঠ জীব আমি!
নিজেকে বিক্রয় করে;সবচেয়ে দামি!
দেহ চড়ে করি খেলা রক্তের উপরে,
নাহি মানলে বশ্যতা পাঠাই কবরে!
মুহুর্তে বদল করি স্বার্থে গড়া দল,
যাই চলে স্ব-ইচ্ছায় পাই যেথা বল।
শিষ্যদের বিনামূল্যে দেই অপশিক্ষা
ওঁদের অক্লান্ত শ্রমে সততার অক্কা।
নীতি হীন রাজনীতি করে পাই সুখ,
সবাকার হাতে তুলে দেই সদা দুখ।
কর্ণে দেই নীতিবাক্য করিনা পালন,
খেয়ে ফল কুকর্মের ভরে মোর মন।
(চলবে)