সত্যাগ্রহী
প্রশান্ত মিত্র (শান্তা)


আগামী দিনের পৃথিবী হবে সত্যাগ্রহীদের নিলয়
অসুন্দর নিজেকে হারাবে জ্ঞান প্রদীপের আলােয়।


কালের সত্য কে সবাই মস্তকে করিবে ধারণ
অসত্য কে পিষ্ট করিবে সত্যাগ্রহীদের চরণ।


জ্ঞান আলােয় আলােকিত হবে সুপ্ত আগ্নেয়গিরি
ভষ্মীভূত করিবে জঞ্জাল,সত্যের সর্ব ধ্বজাধারী।


প্রতিটি প্রদীপ নক্ষত্র হবে,নিজ নিজ আলােকে
মোমের মত জ্বলিবে সবাই,সত্যাগ্রহের লক্ষ্যে।


সর্ব সত্যাগ্রহী যুক্ত হবে অভিন্ন পুষ্প মালায়
পরের তরে কর্ম করিবে,চড়িবে অভিন্ন ভেলায়।