স্বীয় মঙ্গলার্থে সদা স্বার্থতরী চড়ে,
অনন্ত অন্যায় দ্বারা জীবনটা গড়ে।
কাড়ে অন্যদের খাদ্য,নেত্র হতে ঘুম,
পায় ব্যথা কেহ যদি করে স্পর্শ লোম।
কুড়ায় আনন্দ সদা অশ্রুজল দেখে,
রাঙায় জীবনটাকে জলে রঙ মেখে।
স্বমূর্তি দেখেনা কভু,চিত্ত জ্যোতি কম,
ভাবে তাই নিজেদের,সঠিক-উত্তম।
সর্বদা সম্মুখ পানে প্রতিচ্ছবি দেখে,
সম তুলি দিয়ে ছবি হৃদাকাশে আঁকে।
সত্য-সুন্দরে কখনো নাহি গিয়ে মেশে,
পরিপূর্ণ করে চিত্ত শিলা আর বিষে।
সঞ্চিত পাষাণ দিয়ে গড়ে অট্টালিকা,
কবরে সাক্ষাৎ করে,অগুনিত পোকা।