তোমারই দান স্থিরচিত্র বুক পকেটে রাখি,
অন্তর দিয়ে মূর্তির গায়ে অনন্ত রঙ মাখি।


ভেলায় ভাসি নয়ন অম্বরে,নীল নীলিমায়,
সাঁতার কাটি অক্ষিকোটরে,প্রশান্ত গঙ্গায়।


নক্ষত্ররাজিতে করি বিচরণ ধরিয়া অমূর্ত হাত,
ওষ্ঠ-অধর কুড়ায় আনন্দ সকাল-সন্ধ্যা-রাত।


ছায় মূর্তির গাত্রে চিত্ত আঁকে নিত্য আল্পনা,
টিপ-কাঁকন-মেহেদী পরায়,সুখ দেয় কল্পন!