পাথর ভাঙ্গতে প্রয়োজন পড়ে
হাতুড়ির আঘাত,
হাতই যথেষ্ট;ভাঙ্গতে জাতের
বিষা দাঁত!


স্রষ্টা এসে ভাঙ্গবেন না জাতি
সাপদের বিষদাঁত,
তিনি থাকেন কিন্তু নিপিড়ীত
মানুষদের সাথ।


চিত্ত নর্দমায় বাস করে জাত,
জাত দেয়না কাউকে ভাত,
জাতে মাতালরা চির বজ্জাত!
ওঁরা পেটে মারে লাথ!


জাতা কলে পিষ্ট হয়েও কেন
প্রতিবাদহীন হাত!?
বড়ই প্রয়োজন,বিষদাঁতে শক্ত
হাতের চপেটাঘাত!