সংগ্রামী মা মৃত্যু শয্যায়
লামাকান্দি গ্রামে,
চামড়ায় আবৃত হাড্ডি,
স্পন্দন চিত্ত ধামে!
হাসি নেই ঠোঁটে তাহার,
জল সিক্ত চোখ,
দৃশ্য দেখে করল আমার
দুরু-দুরু বুক!
বাক শক্তি নেই তাহার,
নেই পাটিতে দাঁত,
চৈতন্য হীন পা তাহার,
চৈতন্য হীন হাত!
চোখ দু'টি দৃষ্টি হীন,কর্ণে
অদৃশ্য তালা,
আহার বন্ধ অভিমানীর,
নেই ক্ষিধের জ্বালা!
যুদ্ধ করতে হয় না তাকে
ভাতের জন্য আর,
ক্ষুধাকেই মানতে হলো
শেষ পর্যন্ত হার!
২৪/১১/২০২১