আঠারাে কোটির বসবাস;পুণ্য ভূমির 'পরে,
ক্রমশ যাচ্ছে তলিয়ে!সম্মিলিত পাপের ভারে।
সর্বত্র চলছে ফেসাদ;ঘৃণ্যতা পূর্ণ অনাচার!
কর্ণে তালা!কেউ শােনে না;আর্তের চিৎকার!
হীনতা পূর্ণ কর্মে সৃষ্ট;দুঃখ সবার কপালে,
আনন্দে নৃত্যে বিভোর;বীণ বাদ্যের তালে!
রঙ্গমঞ্চে যুক্ত সবাই;ভিন্ন ভিন্ন নামে-দলে,
রক্তে অর্জিত ফসল ছাই!হিংসার অনলে!