হাজার-হাজার বৎসরে গড়ে উঠে প্রতিটি ভাষার ভিত,
বাধা আসলেই রুখে দাড়ায়!হারে না কখনো;সদা হয় জিত।


ভাষার কথামালা তৈরি হয় কোটি-কোটি সুতোর বন্ধনে,
পচেনা কখনো;মস্তিষ্কে থাকে;সুখে-দুঃখে;হাসি-
ক্রন্দনে।


ভাষার উপর আঘাত মেনে নেয় না কখনো কোনো  জাতি,
যে করে আঘাত;খেতে হয় তাকে;বিক্ষুদ্ধদের অসংখ্য লাথি!


জিন্নাদের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছিল একটিই  ভুল,
উর্দু চাপিয়ে দেয়ার জন্যই গুনতে হয়েছিল ভুলের মাসুল।


বাঙালিরা করেছিলো সেদিন জিঞ্জীর মুক্ত হওয়ার পণ,
ভাষার তরে ঢেলে দিয়েছিল রক্ত!ঢাকার রাজপথে তখন।


ভাষার গায়ে কাটলে আঁচড়,নাকখত দিয়ে করতে হয় আত্মসমর্পণ,
ভূমির বুকে ভাষা শহীদরা লিখে দিয়েছে,রক্ত দিয়ে সেই উদাহরণ।