ফাগুনের ত্রিশ হতে চৈত্রের ছয়,পুণ্য দ্বারা করিবে সবাই নরক যন্ত্রণাকে জয়,
শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম তারাপাশা,ভরে যাবে প্রভাকর-চন্দ্রমা আর কৃত্রিম আলোয়।


নামিবে অগণিত ভক্তের ঢল,সম্মিলিত কণ্ঠে উচ্চারিত হবে হরিবোল!
লেজ গুটিয়ে পালাবে পাপ,পুণ্য দ্বারা পরিপূর্ণ হবে পাপে পূর্ণ ধরণীতল।


মুক্তির তরে অশ্রু বিসর্জ্জনে হবে;দেহ-মন হতে অনন্ত কালের পাপের ক্ষয়,
যজ্ঞের নাম সুধা পরিশুদ্ধ করিবে,প্রতিটি চিত্তে হবে আলোকিত ভানুর উদয়।